এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
খুলনা জেলার সংবাদ

খুলনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌসঃ

খুলনার তেরখাদায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় হুমায়রা বেগম (২৫) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তেরখাদার স্বপ্ন সিঁড়ি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড নামক ওই হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়। হুমায়রা বেগম তেরখাদার আটলিয়া গ্রামের জিকু শেখের স্ত্রী।

রোগীর মৃত্যুর পর থেকে তাদের পরিবারের লোকজন হাসপাতালের সামনে আন্দোলন শুরু করে। তারা অভিযোগ তোলেন, ভুল চিকিৎসায় হুমায়রা বেগমের মৃত্যু হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে পরে তেরখাদা থানার পুলিশ সেখানে অবস্থান নেই।

তেরখাদা থানার ইনচার্জ স্বপন রায় বলেন, হাসপাতালটিতে ওই প্রসূতির মৃত্যুর পর পরিবারের লোকজনেরা আন্দোলন শুরু করে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সেখানে অবস্থান নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।

হাসপাতালটির পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, হুমায়রা বেগম নামের ওই রোগী রোববার বেলা ১১টায় ভর্তি হয়েছিলেন। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ডা. সাধন বিশ্বাস তার অপারেশন করেন। প্রসূতি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছেন। পরে জরায়ু থেকে রক্তক্ষরণ হয়ে অপারেশনের ২০ মিনিট পর তিনি মারা যান। তখন রোগীর পরিবারের লোকজ আন্দোলন শুরু করে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official