আন্তর্জাতিক জাতীয় প্রচ্ছদচাঁদ দেখা যায়নি, মধ্যপ্রাচ্যে ১ সেপ্টেম্বর ঈদ by Banglarmukh24আগস্ট ২২, ২০১৭০316 Share0 সোমবার সৌদি আরবের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। সে হিসাবে আগামী ১ সেপ্টেম্বর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে ঈদুল আযহা। এবং আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ।