এপ্রিল ২৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

নয়ন বন্ডের বিশেষ কক্ষে মিন্নিসহ ১২ ছাত্রীর সর্বনাশ!

অনলাইন ডেস্ক :

গত কয়েকদিন ধরে দেশজুড়ে শুধু একটাই আলোচনা চলছে। স্ত্রীর সামনে স্বামীকে খু’ন। আর তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল শ খানেক লোক। কিন্তু কেউ এগিয়ে আসল না। এ নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। রিফাত শরীফের (২২) মৃ’ত্যুর ঘটনায় দেশজুড়ে চলছে শোকের মাতম।

এদিকে রিফাত শরীফ হ’ত্যার মূল নায়ক সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ডের মৃ’ত্যুর পর তার সম্পর্কে বহু চা’ঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তার সম্পর্কে মুখ খুলতে শুরু করেছেন তার প্রতিবেশী ও স্থানীয়রা।

ছিঁচকে চোর থেকে ভয়াবহ সন্ত্রাসী হয়ে ওঠা নয়ন বন্ডের মা’দক, নারী, অ’বৈধ টাকা এসবের সঙ্গে ছিল নিত্য আনাগোনা। জনপ্রিয় বন্ড সিরিজের নাম থেকেই নিজের নাম রাখে নয়ন বন্ড। বরগুনা শহরের কলেজের পাশেই তার বাড়ি। ফলে কলেজের আশপাশেই সময় কাটতো তার বেশি। কলেজের পাশের পরিত্যক্ত ইটের ঘেরা একটি জায়গায় ছিল নয়নের আস্তানা। ওই আস্তানার কক্ষে ছাত্রীদের নিয়ে ফূর্তি করতো নয়নবন্ড। এদের মধ্যে কাউকে ব্ল্যা’কমেইল কাউকে ভয় দেখিয়ে আবার কাউকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যেত নয়নবন্ড। সেখানে নিয়ে ছাত্রীদের ধর্ষণের সময় বিশেষভাবে রাখা ক্যামেরায় ভিডিও করে রাখতেন তিনি। পরে ওই ভিডিওর ভয় দেখিয়ে একাধিকবার ছাত্রীদের সঙ্গে আপ’ত্তিকর কাজে লিপ্ত হতেন।

পুলিশের একটি সূত্র বলছে, নয়ন বন্ডের বিশেষ কক্ষের গোপন জায়গায় আইপি ক্যামেরা (ইন্টারনেট ক্যামেরা) সুকৌশলে সেট করা থাকতো। এমনভাবে সেগুলো সেট করা থাকতো যে ভুক্তভোগীরা ক্যামেরার অস্তিত্ব টের পেতেন না। একবার নয়নের সঙ্গে অন্ত’রঙ্গ হওয়ার পর তার আর রক্ষা ছিল না। বার বার সে নয়নের হাতে ব্যবহৃত হত। ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করা হত অনেক ছাত্রীকে। অনেক ছাত্রী নয়নের হাত থেকে বাঁচতে কলেজ ছেড়ে আড়ালে চলে গেছেন। অনেকে তার চাহিদামত মোটা অংকের টাকা তুলে দিয়ে মুক্তি পাওয়ার চেষ্টা করেছেন। পুলিশের হাতে এমন অন্তত ১২ জন ছাত্রীর তথ্য আছে বলে জানা গেছে। নয়ন নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা এসব ভিডিও ছড়িয়ে দিচ্ছে তার সন্ধান করতে পারেনি পুলিশ।

তার হাতে ঠিক কতজন ছাত্রীর সর্বনাশ হয়েছে তার সঠিক হিসাব পুলিশের কাছেও নেই। তবে নয়নের বিশেষ কক্ষ থেকে উদ্ধার করা একটি ল্যাপটপে প্রচুর প’র্ন ভিডিও পাওয়া গেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি পর্ন ভিডিওতে কয়েকজন তরুণীর সঙ্গে নয়ন বন্ডের অন্তরঙ্গ মহুতের দৃশ্য দেখা যাচ্ছে। ভিডিওর পাত্র পাত্রীদের মধ্যে নয়ন ব’ন্ডের চেহারা স্পষ্ট। শুধু তার বিছানা সঙ্গী হওয়া তরুণীদের কারো কারো চেহারা অস্পস্ট। একেকদিন একেক ছাত্রীকে নিয়ে তিনি ফুর্তিতে মেতেছেন। রিফাতের স্ত্রী মিন্নিও তার লালসার শিকার হয়েছেন। এমন অন্তত ১২ ছাত্রীর সম্ভ্রম হারানোর তথ্য পুলিশের কাছে রয়েছে। এর বাইরেও অনেক ছাত্রী নয়নের লালসার শিকার হয়েছে বলে ধারণা করছে পুলিশ

নয়ন বন্ডের বাড়ি বরগুনা শহরের ডিকেপি রোডের মাঝ বরাবর একটি সরু গলির শেষ প্রান্তে। বাড়ির সামনে অনেকটা জায়গা খালি। সম্প্রতি সেখানে বাড়ি নিমানের জন্য প্রচুর ইট স্তুপ করে রাখা। নয়নের বাড়ির মূল দরজার পাশেই একটা ছোট বৈঠক ঘর। নয়ন সেখানেই থাকতেন। গভীর রাত পযন্ত ঘরের দরজা খোলা থাকতো। সারাদিন এখানে সেখানে ঘোরাঘুরি করে গভীর রাতে বাড়ি ফিরতেন। রাত ১২ টার পর থেকেই তার কক্ষে নানা রকম লোকজনের আনাগোনা হত। আসতেন পুলিশের লোকজনও।

প্রতিবেশিরা বলছেন, পুলিশের অসাধু কয়েকজন সদস্য মা’দক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তারা নয়নকে ব্যবহার করে নিবিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে গেছেন। সূত্র বলছে, মা’দক ব্যবসায়ী নয়ন নিজেও মরণ নে’ষা ই’য়াবায় আসক্ত ছিলেন। কলেজ ঘেষা বাড়িটিকে প্রকাশ্যে তিনি মা’দক বিক্রির প্রধান কেন্দ্রে পরিণত করেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official