ই এম রাহাত ইসলামঃ রাজশাহীতে গণপূর্ত অফিসে হামলা চালিয়ে উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে মারপিট করেছে ঠিকাদারের লোকেরা।সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে ন্যাক্কারজনক এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনায় জরিত দুজনকে আটক করেছে।
হামলার শিকার উপ-প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, গণপূর্ত অধিদপ্তরের আওতায় পুঠিয়ায় ভূমি উন্নয়ন অফিসের কাজ চলছে । এই কাজটি পান নগরের লিটন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি করতে গিয়ে লিটন নানা অনিয়মের আশ্রয় নেন। পাশাপাশি নিম্নমানের মালামাল সরবরাহ করেন।
এ কারণে নিম্নমানের মালামালগুলো তাকে সরিয়ে নিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে লিটন এবং তার সহযোগীকে নিয়ে আজ বেলা ১২টার দিকে উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের অফিসে গিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং মারধর করেন। এ সময় অফিসের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে লিটন ও তার সহযোগী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিটন ও তার সহযোগীকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন জানান, ইতিমধ্যে উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে মারধরের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।