এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ

প্রকৌশলীর ওপর ঠিকাদারের হামলা।

ই এম রাহাত ইসলামঃ রাজশাহীতে গণপূর্ত অফিসে হামলা চালিয়ে উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে মারপিট করেছে ঠিকাদারের লোকেরা।সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে ন্যাক্কারজনক এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনায় জরিত দুজনকে আটক করেছে।

হামলার শিকার উপ-প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, গণপূর্ত অধিদপ্তরের আওতায় পুঠিয়ায় ভূমি উন্নয়ন অফিসের কাজ চলছে । এই কাজটি পান নগরের লিটন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি করতে গিয়ে লিটন নানা অনিয়মের আশ্রয় নেন। পাশাপাশি নিম্নমানের মালামাল সরবরাহ করেন।

এ কারণে নিম্নমানের মালামালগুলো তাকে সরিয়ে নিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে লিটন এবং তার সহযোগীকে নিয়ে আজ বেলা ১২টার দিকে উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের অফিসে গিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং মারধর করেন। এ সময় অফিসের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে লিটন ও তার সহযোগী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিটন ও তার সহযোগীকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ওসি শাহাদৎ হোসেন জানান, ইতিমধ্যে উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে মারধরের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official