27 C
Dhaka
এপ্রিল ১৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল স্বাস্থ বার্তা

বরিশালে বিনা চিকিৎসায় কেহ যেন মারা না যায় : জেলা প্রশাসক

বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেছেন, আমাদের সমাজে ভাল কথা ভাইরাল হয় না, মিথ্যা কথা ভাইরাল হয় বেশী। আমরা চাইনা বরিশালে বিনা চিকিৎসায় কেহ যেন মারা না যায়। এ ঘটনাকে কেন্দ্র করে কোন গোষ্ঠি অপপ্রচার চালিয়ে ফায়দা লুঠতে না পারে সেদিকে লক্ষ রেছে সচেতন হয়ে কাজ করতে হবে।

সকল ধরনের গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ঙেঙ্গুই একমাত্র সমস্যা না আমাদের অনেক সমস্যা আছে। অন্যদিকে ভাল কথায় কেহ সচেতন হতে চায় না। শাস্তি যোগ্য অপরাধের আওতায় আনা হলে সকলকেই সচেতন করা সম্ভব হবে। তাই নিজ নিজ সরকারী-বেসরকারী দপ্তর, সকল শিক্ষা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও আশ-পাশের ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সকল সমাজের মানুষের প্রতি আহবান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১লা আগস্ট) বিকালে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এবং কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ বিষয়ক এক সভা এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক আরো বলেন,  প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন স্প্রে মেশিন ক্রয় করে ব্যবহার করার জন্য আহবান জানান।

তিনি বলেন, বরিশাল সিটিতে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিসিসিকে নজরদারী রেখে কাজ করতে হবে এক্ষেত্রে নগরবাসী আইন অমান্য করলে সিটি কর্তৃপক্ষ আইনগত সহায়তা চায় তাহলে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগীতা করা হবে।

এছাড়া বরিশাল-ঢাকা যাত্রীবাহী লঞ্চ ও বাসে মশক ঔষদ ব্যবহার জন্য নির্দেশ দেয়া হয়। তাছাড়া সকল বাসা বাড়িতে মশারী ব্যবহার করার জন্য আহবান করেন।

অপরদিকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর বিভিন্ন ড্রেন ও নগরীর গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় ফকার মেশিন দিয়ে মশক নিধন স্প্রে করাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

এসময় উন্মুক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, সদ্য পুলিশ সুপার আঃ রাকিব, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা আঃ লতিফ,জেলা ডিপুটি মুক্তিযোদ্বা সংসদ কমান্ডার বীর প্রতিক মহিউদ্দিন মানিক, বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আনোয়ার হোসেন,জেলা ও প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন,বিসিসি ভেটেনারী চিকিৎসক রবিউল ইসলাম, বরিশাল বেসরকারী রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ার হোসেন,বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সহ নগরীর সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,বেসরকরী উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিগন ও স্বেচ্ছাসেবক সংগঠনের যুব কর্মীরা অংশ গ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official