25 C
Dhaka
এপ্রিল ১৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আইটি টেক আন্তর্জাতিক

ভূগোলে এত কাঁচা, ইমরান খানকে নিয়ে টুইটারে হাস্যরস!

দুটো দেশের মধ্যেকার দূরত্ব ৯ হাজার কিলোমিটারের বেশি। অথচ সেই দুই দেশকে পড়শি বানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান! বললেন জার্মানি ও জাপানের সীমান্তে দু’দেশ মিলে অনেক শিল্প-কারখানা স্থাপন করেছে। ফলে দু’দেশেরই উন্নতি হচ্ছে।

ইমরানের এই মন্তব্যকে ঘিরে হাস্যরসে মেতেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

গতকাল রোববার ভারতীয় শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ভিডিওটি টুইটারে শেয়ার করেন। ঘটনাটি আগের। চলতি বছরের শুরুতে ইরান সফরে গিয়ে কিছু কথা বলেছিলেন পাকিস্তানী প্রধানমন্ত্রী।

ভিডওতে দেখা যাচ্ছে, একটা সম্মেলনে ইমরান খান বলছেন। সেখানে ইমরানকে বলতে শোনা যায়, “যত বেশি দুটো দেশ নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াবে, তত দু’দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে। জার্মানি ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মেরেছে। কিন্তু এখন জাপান ও জার্মানির সীমান্তে যৌথ শিল্প-কারখানা আছে। তাই যেহেতু এখন দু’দেশের অর্থনৈতিক বিষয় একই জিনিসের উপর নির্ভর করছে, তাই তারা কখনওই একে অন্যের ক্ষতি চাইবে না।”

এই ভিডিওটি টুইট করে সেখানে মাহিন্দ্র লেখেন, “ভগবানকে ধন্যবাদ, এই ব্যক্তিকে আমার ইতিহাস বা ভূগোলের শিক্ষক না করার জন্য।”

এরপর ভারতীয় অনেকে ভিডিও শেয়ার করে হাস্যরস করছেন। জার্মানি ও জাপান দুটি আলাদা আলাদা মহাদেশের দেশ। দু’দেশের মধ্যে ফারাক ৯ হাজার কিলোমিটারের বেশি।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official