পাকিস্তানে উগ্রবাদীদের হামলায় ধ্বংস হওয়া স্কুলগুলো পুননির্মাণ করতে বলেছেন নোবেল জয়ী নারী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই। শনিবার এক টুইট বার্তায় এ দাবি জানান তিনি। এপি।
মালালা বলেন, ‘বই হাতে থাকা মেয়েদেরকেই বেশি ভয় পায় জঙ্গীরা।’
শুক্রবার পাকিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলা ও আগুন দিয়ে ১২টি গার্লস স্কুল পুড়িয়ে দেয়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানও। দ্বায়িত্ব নেয়ার পর নিরাপত্তা জোরদারের কথা বলেছেন তিনি।
নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ হামলার নিন্দা জানিয়ে স্কুলগুলোকে নিরাপদ করার দাবি জানিয়েছে।