এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ রংপুর

রংপুর চালকেকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আবুল কালামের(২৮) নামের এক চালককে হত্যা করে তার ব্যাটারীচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ১২টায় পাশের গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খালেয়া বিরাবাড়ি এলাকায় একটি বাঁশঝাড় সংলগ্ন নর্দমা থেকে আবুল কালামের লাশ উদ্ধার করা হয়। সে তারাগঞ্জ উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের নেকিরহাট এলাকার আব্দুল হকের ছেলে।

লাশ উদ্ধারের দায়িত্বে থাকা গঙ্গাচড়া মডেল থানার এসআই শফিউজ্জামান জানান, স্থানীয় কৃষকরা লাশটি দেখে বেলা ১১টায় থানায় খবর দেয়। ১২টায় গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় জখমের চিহ্ন রয়েছে। অটোরিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা চালক কালামকে শ্বাসরোধে হত্যা করে লাশটি ওই নর্দমায় ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এসআই শরিফুজ্জামান।

নিহতের বড়ভাই রডমিস্ত্রী মোকসেদুল হক জানান, শুক্রবার দুপুরে খাওয়ার পর নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি কালাম। দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করি। কয়েকদিন আগে আমার মা নতুন অটোরিকশাটি কালামকে কিনে দিয়েছিল।

গঙ্গাচড়া মডেল থানার ওসি মশিউর রহমান জানান, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

যে কারণে স্বামীকে ৯ টুকরো করে সেফটিক ট্যাংকে ফেলেন স্ত্রী

banglarmukh official

এক মাসে ৩৫৪ নারী-শিশু নির্যাতন, ধর্ষণের শিকার ৭৭ জন

banglarmukh official

বরিশালে টাকা পাওয়ার অজুহাতে গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণ

banglarmukh official

পিরোজপুরে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

banglarmukh official

চরফ্যাশনে ধর্ষণ করে ভিডিও ধারণ আসামী গ্রেফতার

banglarmukh official