ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য বরিশালে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সভা করেছেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার (২ আগস্ট) বিকেল ৫টায় বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম,বরিশাল সেরকারী মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মেজর সিরাজুল ইসলাম উকিল, বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সফিকুর রহমান সিকদার, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর আ. মোতালেব হাওলাদার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, এই ধরনের দুর্ঘটনা যাতে পুনরায় না ঘটে সেইজন্য নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রোড সাইন, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস নিশ্চিত করাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই অবস্থায় শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।