29 C
Dhaka
এপ্রিল ১৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

সচিবালয়ে নাশকতা: গ্রেফতার ১০৯ আনসারকে নেওয়া হয়েছে আদালতে

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার ১০৯ আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়েছে।

সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় তাদেরকে আদালতে হাজির করা হয়।

আদালতে কর্মরত এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতার আনসার সদস্যদের আদালতের লকআপে রাখা হয়েছে। গ্রেফতারদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

রোববার সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তারা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গতকাল রাত ১১টা পর্যন্ত অন্তত ৪০ জনকে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার সদস্যরা তাদের দাবি পূরণের আশ্বাস পেয়েও সচিবালয় অবরোধ করে রেখেছে জানতে পেরে এক হাজারেরও বেশি শিক্ষার্থী সচিবালয় এলাকায় উপস্থিত হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। পরে সেখান থেকে পালাতে বাধ্য হন আনসার সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official