24 C
Dhaka
অক্টোবর ২৫, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা প্রচ্ছদ

সাত বছর পর আবার রানী হামিদ

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে ৩৮ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। চ্যাম্পিয়নশিপে এটি তার ১৯তম শিরোপা। ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছেন তিনি। ২০১১ সালে শেষবার জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন রানী হামিদ। শিরোপা পুনরুদ্ধারে ৭ বছর লাগলো দেশ সেরা দাবার এ রাণীর।

এবার ৯ রাউন্ডে রানী হামিদ ৮টিতে জয়ী হয়ে হেরেছেন শুধু প্রতিভা তালুকদারের কাছে। শিরোপা লড়াইয়ে তার প্রধান প্রতিদ্বন্দী ছিলেন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা। তাকে হারিয়েছেন ষষ্ঠ রাউন্ডে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে দাবা কক্ষে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় রানী হামিদ হারিয়েছেন মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে।

মানিকগঞ্জের নাজরানা খান ইভা ৭ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন। ইভা শেষ রাউন্ডে জান্নাতুল ফেরদৌসের কাছে হেরে যান। সাড়ে ৬পয়েন্ট করে অর্জন করেন ৩ জন খেলোয়াড়, টাইব্র্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে নরসিংদীর নোশিন আনজুম তৃতীয়, জান্নাতুল ফেরদৌস চতুর্থ এবং ঢাকা বিভাগের কাজী জারিন তাসনিম পঞ্চম স্থান লাভ করেন।

৬ পয়েন্ট করে নিয়ে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ষষ্ঠ, ঠাকুর জানিয়া হক সপ্তম ও ওয়াদিফা আহমেদ অষ্টম স্থান লাভ করেন। সাড়ে ৫ পয়েন্ট করে নিয়ে নবম হতে দ্বাদশ স্থান পান যথাক্রমে উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী, আহমেদ ওয়ালিজা ও নারায়ণগঞ্জের মোছাম্মৎ ঝর্না বেগম।

সম্পর্কিত পোস্ট

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

banglarmukh official

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official

ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

banglarmukh official

সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতির অপসারণ দাবিতে জাতীয় ঐক্যের ডাক

banglarmukh official

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

banglarmukh official

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

banglarmukh official