রাজধানীর কলেজগেট এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বহনকারী গাড়িকে ধাক্কা দিয়েছে নিউভিশন পরিবহনের একটি বাস। এতে গাড়ির ক্ষতি হলেও মন্ত্রী রক্ষা পেয়েছেন।
ট্রাফিক সপ্তাহ চলাকালে শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ বাসটিকে জব্দ এবং চালক ও হেলপারকে আটক করে।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক ইয়াদুল হক বিষয়টি নিশ্চিত করেন। মামলার প্রক্রিয়া চলছে।