30 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ রাজশাহী

ট্রাফিক পুলিশকে কুপিয়ে হেলমেট নিয়ে পালাল যুবক

অনলাইন ডেস্ক :

এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে এক যুবক রাজশাহী মহানগরীতে। এ সময় ওই পুলিশ সদস্যের হাত থেকে একটি হেলমেট নিয়ে পালিয়ে যায় সে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর ভাটাপাড়া এলাকার ট্রাফিক অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবল জয় রাম কুমারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই যুবককে পাগল বলে দাবি করেছেন রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান।

আহত কনস্টেবল জয় রাম কুমার রাজশাহী পুলিশ লাইনে কর্মরত। তিনি ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করছিলেন। তার মাথার পিছনে ধারালো অস্ত্রের কোপ আছে।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, ট্রাফিক অফিসের পাশে ভেড়িপাড়া মোড়ে পুলিশ চেকপোস্ট বসায়। সেখানে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সে মোটরসাইকেলটি কনস্টেবল জয় কুমার ট্রাফিক অফিসে নিয়ে আসেন। অফিসের ভিতরে মোটরসাইকেলটি রাখার পর বের হলে ওই যুবক জয় কুমারকে হাসুয়া দিয়ে কোপ দিয়ে জখম করে।

এরপর তার কাছ থেকে লাল রঙয়ের একটি হেলমেট কেড়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশের ধারনা করা ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

এদিকে, সন্ধ্যায় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে পুলিশ। তবে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হেলমেটটি উদ্ধার করা সম্ভব হয়নি। তাই কনস্টেবল জয় কুমার কিছুটা সুস্থ হলে তার সামনে আটক ব্যক্তিকে হাজির করে ঘাতক চিহ্নিত করা হবে। আটক ওই ব্যক্তিকে মহানগর ট্রাফিক পুলিম কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official