21 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

বরিশালে ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, সেপ্টেম্বরে কমবে- আশাবাদী চিকিৎসকরা

বরিশালে ডেঙ্গু ভীতি ক্রমশ বেড়ে চলেছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশার বিভাগে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় চারজনের।

এখন পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ২৮ জন। তাই বরিশালের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগী ও স্বজনদের আতংক কমেনি।

তবে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল। তাছাড়া চলতি মাসের মাঝামাঝি সময়ে ডেঙ্গুর প্রকোপ কমবে বলে আশাবাদী শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য মতে, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১৪ হাজার ৬০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। এর মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩ হাজার ৬৩৭ জন। আর এই সময়ে মারা গেছেন ৪১ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগী মাঝে মাঝে বাড়ছে। তবে সাধ্যমত চিকিৎসা দেয়ার চেষ্টা করছেন তারা। বর্তমান তবে ডেঙ্গুর প্রকোপ চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় কমে আসবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

banglarmukh official

সারা দেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ

banglarmukh official