স্টাফ রিপোর্টার ॥
দেশের বিভিন্ন সংবাদ সংস্থা, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক এবং বিশিষ্ট গুণী সাংবাদিকদের (ভিআইপি) সরকারি নামের তালিকায় বরিশাল থেকে প্রকাশিত দেশের সর্বাধিক প্রচারিত আঞ্চলিক রঙিন দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল’র নাম সন্নিবেশিত করা হয়েছে। সরকারি তালিকার বিশিষ্ট সাংবাদিকরা রাষ্ট্রীয় ও দেশ এবং বিদেশের ভিভিআইপিদের অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন। বিশিষ্ট গুণী সাংবাদিকদের সরকারি এই তালিকায় সর্বমোট ১১১ জন গুরুত্বপূর্ণ সাংবাদিকের নাম রয়েছে। এর মধ্যে ৬৪ নম্বরে রয়েছে বরিশালের কৃতী সন্তান শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসকাবের সভাপতি ও দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক সাংবাদিক তারকা কাজী নাসির উদ্দিন বাবুল’র নাম। বরিশালের গর্বিত সন্তান কাজী নাসির উদ্দিন বাবুল-ই ঢাকার বাইরে একমাত্র বিষিষ্ট সাংবাদিকের এই তালিকায় স্থান লাভ করে গৌরব অর্জন করছেন। সম্মান বৃদ্ধি করেছেন বরিশালের ঐতিহ্যবাহী সাংবাদিক সমাজের। তাঁর এই অর্জনে দৈনিক আজকের বার্তা পরিবার তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
উল্লেখ্য, দেশের সরকার কর্তৃক সিকৃত বিশিষ্ট সাংবাদিকদের তালিকার অন্যান্যরা হলেন- জনাব আবুল কালাম আজাদ, এমডি, বাসস; জনাব ইকবাল সোবাহান চৌধুরী, ডেইলি অবজার্ভার, জনাব এনায়েত উল্লাহ খান, সম্পাদক, ইউএনবি; জনাব তৌফিক ইমরোজ খালিদী, সম্পাদক, বিডি নিউজ ২৪ ডটকম; জনাব মাহফুজুর রহমান, চেয়ারম্যান, এটিএন বাংলা; জনাব ফরিদুর রেজা সাগর, এমডি, চ্যানেল আই; জনাব মনজুরুল আহসান বুলবুল, সিইও-একুশে টিভি, জনাব আবদুল হক, চেয়ারম্যান, বাংলাভিশন; জনাব আহম্মেদ জুবায়ের, এমডি, সময় টিভি; জনাব সালমান এফ রহমান, চেয়ারম্যান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন; জনাব মোজাম্মেল হক, সম্পাদক, একাত্তর টেলিভিশন; জনাব একে আজাদ, এমডি, চ্যানেল ২৪; জনাব সালাউদ্দিন আহম্মেদ, এমডি, এসএ টিভি; জনাব মো: নুরুল ইসলাম, চেয়ারম্যান, যমুনা টিভি; জনাব রফিকুল হক, এমডি, রেডিও টুডে; জনাব মাহফুজ আনাম, সম্পাদক, ডেইলি স্টার; জনাব এম সামসুর রহমান, সম্পাদক, ইন্ডিপেন্ডেন্ট; মতিউর রহমান, সম্পাদক, প্রথম আলো; জনাব (মরহুম) গোলাম সারওয়ার, সম্পাদক, সমকাল; জনাব সাইফুল আলম, সম্পাদক, যুগান্তর; তাসমিমা হোসেন, সম্পাদক, ইত্তেফাক; জনাব মো: আতিকুল্লাহ খান মাসুদ, সম্পাদক, জনকণ্ঠ; জনাব ইমদাদুল হক মিলন, সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ; জনাব মতিউর রহমান, সম্পাদক, দৈনিক মানব জমিন; জনাব নাইমুল ইসলাম খান, সম্পাদক, আমাদের অর্থনীতি; জনাব নঈম নিজাম, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন; জনাব এএমএম বাহাউদ্দিন, সম্পাদক, ইনকিলাব; জনাব মিজানুর রহমান মিজান, সম্পাদক, দৈনিক খবর; জনাব জয়নাল আবেদীন হাজারী, সম্পাদক, দৈনিক হাজারীকা প্রতিদিন; জনাব সৈয়দ আবুল মকসুদ, কলামিস্ট; জনাব তোয়াব খান, উপদেষ্টা সম্পাদক, জনকণ্ঠ; জনাব মো. মুসা, কলামিস্ট; জনাব শাইখ সিরাজ, পরিচালক, চ্যানেল আই; জনাব শাহ আলমগীর, মহাপরিচালক, পিআইবি; জনাব আবেদ খান, কলামিস্ট; জনাব কাদীর কল্লোল, সংবাদদাতা, বিবিসি বাংলা সার্ভিস; জনাব রাহাত খান, চেয়ারম্যান, বাসস; জনাব বোরহান কবীর, নির্বাহী সম্পাদক, আমাদের অর্থনীতি; জনাব মো: শফিকুর রহমান, সভাপতি, জাতীয় প্রেসকাব, ঢাকা; ফরিদা ইয়াসমীন, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসকাব, ঢাকা; জনাব মোল্লা জামাল, সভাপতি, বিএফইউজে, ঢাকা; জনাব সাবান মাহমুদ, মহাসচিব, বিএফইউজে, ঢাকা; জনাব আবু জাফর সূর্য, সভাপতি, বিএফইউজে, ঢাকা; জনাব সোহেল হাওলাদার চৌধুরী, সাধারণ সম্পাদক, বিএফইউজে, ঢাকা; জনাব আমীর খসরু, মহা সচিব, ওকাব, ঢাকা; জনাব হাসান শাহরিয়ার, আন্তর্জাতিক সভাপতি, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা; জনাব মাসুদ করীম, সভাপতি, জিকাব, ঢাকা; জনাব মাহফুজুর রহমান মিশু, সাধারণ সম্পাদক, জিকাব, ঢাকা।