অনলাইন ডেস্ক ::
রাজধানীর বাংলামোটরের ভুতের গলিতে (সার্কুলার রোড) অবস্থিত মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ নিয়ে এবার লাইভে আসলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। প্রতিষ্ঠানটির সামনের সড়কে সারাবছরই পানি জমে থাকায় শিক্ষার্থীসহ সব পথচারীর কষ্টের কথা তুলে ধরেছেন তিনি। এ রাস্তা এবং প্রতিষ্ঠানের বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সুমন মঙ্গলবার এই লাইভে বলেন, ধানমন্ডির কাছাকাছি এই এলাকায় নেতাদের কতটা অনাগ্রহ থাকলে এমন ময়লা-আবর্জনাযুক্ত পানি জমে থাকতে দেখা যায়। রাস্তার ময়লা পানিতে কতটা উৎকট গন্ধ তা আমি আপনাদের বলে দেখাতে পারব না। শোয়ারেজ লাইনের পানি ডাস্টবিনের ফ্লো থেকে বের হচ্ছে। এ ছাড়া খোলা ম্যানহোলে পড়ে যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারে।
সুমন বলেন, যদি মানুষের কষ্টই দূর করতে না পারেন তা হলে সেই নেতার দরকার কী? আমি আপনাদের বিরোধিতা করতে আসিনি, মানুষের কষ্টের কথা বলতে এসেছি। এ প্রতিষ্ঠানে প্রায় দুই- তিন হাজার মেয়ে লেখাপড়া করতে আসে। বাচ্চা মেয়েগুলোর কষ্ট কার ভালো লাগে।