রংপুরের সিওবাজার এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে অন্য একটি বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
আজ রবিবার নগরীর সিও বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি সিও বাজার এলাকায় পৌঁছলে বিপরীতমুখী দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।