সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে মাহিয়া (৯) ও আলভী নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ফরাশগঞ্জ ঘাট বরাবর মাঝ নদীতে এ ট্রলার ডুবির ঘটনাটি ঘটে।
সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ট্রলারটি ৩০/৩৫ জন যাত্রী নিয়ে ওয়াইজঘাট এলাকা থেকে পোস্তগোলার উদ্দেশে রওনা হয়েছিলো। ফরাশগঞ্জ ঘাট বরাবর এলে চাঁদপুর থেকে আসা একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের সব যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু নিখোঁজ হয়। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।