খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:
খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার বলেছেন, সাংবাদিক ও পুলিশ একেকটি ঝুঁকিপূর্ণ পেশা। দু’টি পেশাই অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কোনো পেশায় মানুষের কর্মদক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সাংবাদিকদের পেশাদারিত্বের উন্নয়নের জন্যও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। কারণ, অন্য যে কোনো পেশার চেয়ে সাংবাদিকদের সামাজিক দায়িত্ব অনেক। সাংবাদিকদেরকে যত বেশি প্রশিক্ষণ দেয়া যাবে তারা নিজেকে তত বেশি সমৃদ্ধ করতে পারবে। গতকাল শনিবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বর্তমান সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সঞ্চালনা করেন প্রশিক্ষণের স্থানীয় সমন্বয়কারী ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট। প্রশিক্ষণের প্রথম দিনে বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ প্রদান করেন পিআইবি’র প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণে খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রায় ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।