ফতুল্লায় ৫ বছরের এক শিশুকে অপহরণের পর মুন্সীগঞ্জ মুক্তারপুর সেতুর উপর থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় নাজমুল হুদা লিয়ন (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে এখনো ওই শিশুকে নদীতে পাওয়া যায়নি।
বুধবার রাতে ফতুল্লার ভোলাইল এলাকার আবদুল মজিদ থানায় জিডিতে অভিযোগ করেন তার ৫ বছরের ছেলে আহাদ বাবুকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী লিয়ন।
এদিকে লিয়নকে আটকের পর সে স্বীকার করেছে রাতেই বাবুকে মুক্তাপুরের সেতু থেকে নিচে ফেলে দিয়েছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশী চালাচ্ছে।
জিডির তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এস আই রোমান খান জানান, মুক্তারপুর সেতুটি মুন্সীগঞ্জ সদর থানার আওতাধীন। বুধবার রাতে ফতুল্লা মডেল থানায় জিডির পরে রাতে মুক্তারপুর সেতু এলাকা থেকে মুন্সীগঞ্জ থানা পুলিশ লিয়নকে আটক করে। পরে সে ওই পুলিশের কাছে বাবুকে সেতু থেকে নিচে ফেলে দেওয়ার বিষয়টি স্বীকার করে। এখন পুরো বিষয়টি তদারকি করছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।