এপ্রিল ২৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম ধর্ম

আমি কী বলি আর কোরআন কী বলে

ইসলাম ডেস্ক:

আমি বলি, ‘আমি ব্যর্থ’

কোরআন বলে, ‘অবশ্যই বিশ্বাসীরা সফল হয়।’

(সুরা : মুমিনুল, আয়াত : ১)

আমি বলি, ‘আমার জীবনে অনেক কষ্ট।’
কোরআন বলে, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি।’

(সুরা : ইরশিরাহ, আয়াত : ৬)

আমি বলি, ‘আমাকে কেউ সাহায্য করে না।’
কোরআন বলে, ‘…মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।’

(সুরা : রুম, আয়াত : ৪৭)

আমি বলি, ‘আমি দেখতে খুবই কুৎসিত।’
কোরআন বলে, ‘আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে।’ (সুরা : ত্বিন, আয়াত : ৪)

আমি বলি, ‘আমার সঙ্গে কেউ নেই।’
কোরআন বলে, ‘তোমরা ভয় কোরো না, আমি (আল্লাহ) তো তোমাদের সঙ্গে আছি। আমি শুনি এবং আমি দেখি।’

(সুরা : ত্বহা, আয়াত : ৪৬)

আমি বলি, ‘আমার পাপ অনেক বেশি।’
কোরআন বলে, ‘…নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন…।’ (সুরা : বাকারা, আয়াত : ২২২)

আমি বলি, ‘আমি সব সময় অসুস্থ থাকি।’
কোরআন বলে, ‘আমি (আল্লাহ) কোরআন অবতীর্ণ করি, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত…।’

(সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৮২)

আমি বলি, ‘কোনো কিছু আমার ভালো লাগে না।’
কোরআন বলে, ‘তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়।’ (সুরা : দুহা, আয়াত : ৫)

আমি বলি, ‘বিজয় অনেক দূরে।’
কোরআন বলে, ‘…জেনে রেখো, অবশ্যই আল্লাহর সাহায্য নিকটে।’ (সুরা : বাকারা, আয়াত : ২১৪)

আমি বলি, ‘আমার জীবনে কোনো খুশি নেই।’
কোরআন বলে, ‘শিগগির তোমার রব তোমাকে (এত) দেবেন যে তুমি খুশি হয়ে যাবে।’ (সুরা : দুহা, আয়াত : ৫)

আমি বলি, ‘আমি সব সময় হতাশ।’
কোরআন বলে, ‘আর তোমরা হীনবল হয়ো না এবং দুঃখিতও হয়ো না। তোমরাই বিজয়ী, যদি তোমরা মুমিন হও।’

(সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৯)

আমি বলি, ‘আমার কোনো পরিকল্পনা সফল হয় না।’
কোরআন বলে, ‘…আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৫৪)

আমি বলি, ‘আমার কেউ নেই।’
কোরআন বলে, ‘…যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট…।’ (সুরা : তালাক, আয়াত : ৩)

সম্পর্কিত পোস্ট

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

banglarmukh official

গর্ভবতী নারীর রোজার মাসয়ালা

banglarmukh official

তারাবির নামাজ ছুটে গেলে করণীয়

banglarmukh official

রোজা অবস্থায় কি দাঁত ব্রাশ করা যাবে?

banglarmukh official

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

banglarmukh official

শাবান মাসে কত তারিখ পর্যন্ত রোজা রাখা যাবে

banglarmukh official