নিউজ ডেস্কঃঃ কক্সবাজারের উখিয়ায় মো. এরশাদ (২৮) নামের আরও এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। মো. এরশাদ কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ক্যাম্পে এরশাদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনিয়ে গত চারদিনে ক্যাম্পে চারটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।