এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

এশিয়া কাপের মধ্যেই ফিক্সিংয়ের প্রস্তাব আফগানিস্তানের শাহজাদকে

ফিক্সিংয়ের করাল গ্রাস থেকে বেরোতেই পারছে না ক্রিকেট। বরং দিনকে দিন এটা ভয়ংকর থেকে আরও ভয়ংকর হয়ে উঠছে। চলতি এশিয়া কাপেই ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। তবে সেটা তিনি সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন টিম ম্যানেজম্যান্টকে।

এশিয়া কাপের মধ্যে প্রস্তাব দেয়া হলেও শাহজাদকে অবশ্য এই টুর্নামেন্টে কিছু করতে বলেনি জুয়াড়িরা। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে আফগান প্রিমিয়ার লিগ। এবারই প্রথমবারের মতো বসছে আসরটি। এতে স্পট ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে তাকে। শাহজাদ প্রস্তাব পেয়ে টিম ম্যানেজম্যান্টকে জানিয়েছেন। তারা সেটা জানিয়েছে আইসিসির এন্টি করাপশন ইউনিটকে। এখন আইসিসিই পুরো বিষয়টি তদন্ত করবে।

আফগান প্রিমিয়ার লিগে শাহজাদের দলের নাম পাকতিয়া। এই টুর্নামেন্টে আফগানিস্তানের খেলোয়াড়দের সঙ্গে বিশ্বের নামকরা কয়েকজন খেলোয়াড়ও অংশ নেবেন। এদের মধ্যে আছে ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, ব্রেন্ডন ম্যাককালামের মতো নাম। আছেন বাংলাদেশের মুশফিকুর রহীম আর তামিম ইকবাল।

আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি এশিয়া কাপে একটা প্রস্তাব পাওয়ার কথা জানা গেছে। তবে সেটা তাদের (আফগানিস্তানের) নিজস্ব টি-টোয়েন্টি লিগের জন্য। শনিবার যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এই বিষয়টা আমরা অবহিত হয়েছি। এন্টি করাপশন ইউনিট সেটা খতিয়ে দেখছে।’

সোমবার দুবাইয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আইসিসির এন্টি করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল নিশ্চিত করেছেন, গত ১২ মাসে কমপক্ষে পাঁচজন আন্তর্জাতিক অধিনায়ক ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন। তাদের মধ্যে চারজন পূর্ণ সদস্য দেশের। একমাত্র পাকিস্তানের সরফরাজ আহমেদ তার প্রস্তাব পাওয়ার বিষয়টি লোকসম্মুখে প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official