এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ খুলনা জেলার সংবাদ প্রশাসন

কথিত সরকারি কর্মকর্তা র‌্যাবের হাতে আটক

খুলনা প্রতিনিধি /জান্নাতুল ফেরদৌস:

সৈয়দ সোহাগ হোসেন প্রেম। বয়স ৩৩ বছর। নগরীর লবণচরা থানাধীন শিপইয়ার্ডের এ বাসিন্দার স্থায়ী নিবাস মেহেরপুরের বোসপাড়া এলাকায়। তার পিতার নাম সৈয়দ সরোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার পরিচয় দিয়ে জাল সনদপত্র তৈরি করে প্রতারণা করে আসছিলেন সহজ-সরল মানুষের সাথে। কিন্তু শুক্রবার রাতে র‌্যাব-৬-এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে জাল সনদ ও বিভিন্ন সরকারি কর্মকর্তা পরিচয়ের সীলমোহরসহ। র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম, পিপিএম) জানান, শুক্রবার রাতে লবণচরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে অপারেশন ডিউটি চলাকালীন রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটের দিকে লবণচরা বান্দা বাজার এলাকায় অবস্থানকালীন র‌্যাবের স্পেশাল কোম্পানীর দলটির কাছে খবর আসে যে, খানজাহান আলী(রহ:) ব্রীজের নিচে একজন ব্যক্তি ওয়েস্ট বেঙ্গল পরিবহন কর্পোরেশনের(ডব্লিউএসটিসি) বাংলাদেশের সমস্ত বর্ডার ইনচার্জ এবং ঢাকা ও কলকাতার একজন সড়ক পরিবহন অফিসার অবস্থান করছেন। একইসাথে তিনি স্থানীয় সহজ-সরল মানুষের সাথে জাল দলিল দিয়ে প্রতারণার চেষ্টা করেন। র‌্যাবের অভিযানিক দলটি মেজর এ এম আশরাফুল ইসলামের নেতৃত্বে রাত ১২টা ২০ মিনিটের দিকে সেখানে গিয়ে প্রতারক সোহাগ হোসেন প্রেমকে হাতে-নাতে আটক করে। ধৃত সোহাগ হোসেন প্রেম দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগরীর বিভিন্ন এলাকার সহজ সরল মানুষদের প্রতারণার ফাঁদে ফেলে মিথ্যা ও জাল সনদ দেখিয়ে জালিয়াতির ব্যবসা চালিয়ে আসছেন এবং তিনি এলাকায় জালিয়াত চক্রের সক্রিয় সদস্য বলেও র‌্যাবের কাছে তথ্য রয়েছে। আসামীকে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানায় হস্তান্তর করার পাশাপাশি তার বিরুদ্ধে দন্ডবিধি আইনে মামলা রুজু করা হয়।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official