ডিসেম্বর ৫, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

‘ক্যারিয়ার শেষ হলে হবে, বিয়ে সাইফকেই করব’

বলিউডে ‘রিফিউজি’ ছবি দিয়ে যাত্রা শুরু করেন অভিনেত্রী কারিনা কাপুর। সেখান থেকে পরিচয় অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে। ২০১২ সালে বিয়ে করেন সাইফকে। তাদের সংসারে তৈমুর ও জাহাঙ্গীর নামে দুই ছেলে সন্তান রয়েছে।

তবে বিয়ে করলে অভিনয়ে ভাটা পড়বে, এমন ভয় দেখিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত তা ভুল প্রমাণ করেছেন কারিনা কাপুর। কারণ, পুরোদমে সংসার পাতার পরেও কারিনা আছেন সেই আগের মতই। চেহারায় খানিকটা বয়সের ছাপ আসলেও তা নিয়ে ভাবেননি কারিনা।

এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কোনো ধরনের ফেস ট্রিটমেন্ট করেন না তিনি। তার ছাপ কোনোভাবেই পড়েনি তার অভিনয় জীবনে। বরং, সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে চলেছেন বলিউডের কাপুর পরিবারের দ্বিতীয় কন্যা।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘ক্যারিয়ারের মধ্যগগনে সাইফকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। সে সময় আমাকে অনেকে বলেছিলেন এখন যেন বিয়ে না করি। কারণ, বিয়ে করলে নাকি আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ভালো চরিত্র পাব না আর। কিন্তু আমি তাদের বলেছিলাম, ক্যারিয়ার শেষ হলে হবে। বিয়ে সাইফকেই করব। আর সত্যিই বিয়ের পরেও কাজ করেছি। এমনকি মা হওয়ার পরেও। আজ মনে হয় স্রোতের উলটো দিকে হেঁটে ভুল করিনি।’

এদিকে, ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’ ছবির পর আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি সাইফ-কারিনাকে। কবে আবার একসঙ্গে কাজ করবেন তারা? এ বিষয়ে কারিনা বলেন, ‘সাইফের তামিল ছবি দেবারার জন্য আমি খুব উৎসাহিত। এইবার আমাদের দুজনের একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করি।’

সম্পর্কিত পোস্ট

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official

বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন চাই না: ভূমি পেডনেকর

banglarmukh official

দীপিকা-রণবীরের কন্যার ছবি তুলে ব্যবসা করতে চান উরফি

banglarmukh official

তাপসের গ্রেফতার প্রসঙ্গে যা বললেন ঐশী

banglarmukh official

বিয়ের ৮ মাসে মা হওয়া নিয়ে কটাক্ষ, জবাবে যা বললেন শ্রীময়ী

banglarmukh official