27 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
খুলনা

খুলনায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রতিবেশীর যাবজ্জীবন

খুলনা প্রতিনিধিঃঃ খুলনায় প্রতিবেশী নারীকে ধর্ষণের ঘটনায় রফিকুল ইসলাম ঢালী নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ জানান, রফিকুল ইসলাম ঢালী ও ভিকটিম মহানগরীর ছোট বয়রা গোলদারপাড়া এলাকার বাসিন্দা। তারা পরস্পরের প্রতিবেশী। ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০০৯ সালের ২৬ আগস্ট থেকে একই বছরের ১৬ অক্টোবর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেন।

পরে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আসামিকে বিয়ের জন্য চাপ দেন। একপর্যায়ে ভিকটিমকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন আসামি। পরে তিনি রফিকুল ইসলাম ঢালীকে আসামি করে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন।

২০১০ সালের ২৬ জানুয়ারি রফিকুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন সোনাডঙ্গা থানার এসআই মুনসুর শফিকুল ইসলাম।

ফরিদ আহমেদ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ধর্ষণের ফলে যে সন্তানের জন্ম হয়েছে তার বয়স ১২ বছর হয়ে গেছে। এ রায়ে ওই সন্তান পিতৃপরিচয় পেয়েছে।

সম্পর্কিত পোস্ট

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী পুলিশ সদস্যের মৃত্যু

banglarmukh official

ধর্ষণের শিকার ৬ বছরের শিশু, অভিযুক্ত গ্রেফতার

banglarmukh official

খুলনায় মাইকিং করে ৩০০-৪০০ টাকা কেজিতে ইলিশ বিক্রি

banglarmukh official

মানবতাবিরোধী অপরাধ: খুলনার ৬ জনের মৃত্যুদণ্ড

banglarmukh official

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ২

banglarmukh official

ঘরে এএসপির ঝুলন্ত লাশ, ছাদে কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ

banglarmukh official