22 C
Dhaka
নভেম্বর ২২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

চেন্নাইয়ে টাইগার সমর্থককে চরম অপমান

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ইতোমধ্যে চেন্নাই টেস্ট শেষ হয়েছে। ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সদ্য শেষ হওয়া চেন্নাই টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৫১৫ রানের টার্গেট তাড়ায় ২৮০ রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

ভারত সিরিজে বাংলাদেশ দলকে সমর্থন করতে গিয়ে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন রবি নাকে এক টাইগার সমর্থক। দেশের একটি অনলাইন পোর্টালকে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, চেন্নাই টেস্ট চলাকালীন খেলা দেখতে আসা ভারতীয়রা নাকি তার মা-বাপ তুলে গালিগালাজ করেছেন।

পুরো শরীরে টাইগারের ছবি এঁকে স্টেডিয়ামে উপস্থিত হয়ে বাংলাদেশ দলের হয়ে সমর্থন করে যাওয়া রবি জানিয়েছেন, ‘রাস্তায় আমি হাঁটতে গেলে আমাকে মওকা মওকা বলে গালি দিচ্ছে ভারতীয়রা। আমি হিন্দি ভাষা কিছুটা বুঝি, কিন্তু চেন্নাইয়ে তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা কিছুই বুঝি না। একজন বাঙালি ছিল তিনিই আমাকে বুঝিয়ে বলেছেন আপনাকে ভীষণ খারাপ ভাষায় গালি দিচ্ছে।’

রবি আরও জানান, ‘আমাকে পতাকা ওড়াতে দিচ্ছে না। আমি ওদের দেখিয়েছি যে আমি টিকিট নিয়ে এসে মাঠে ঢুকেছি। আমিও আইসিসি ফ্যামিলি মেম্বার। তারপরও আমি টিকিট দিয়ে ঢুকেছি। মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছেন। বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশে আমার ও শোয়েবের টিকিট লাগে না। তারপরও আমি আইনকে সম্মান করি। টিকিট দিয়ে ঢোকার পরও সেই সম্মান পাইনি।’

রবি বলেন, ‘ভারত কোনোদিন বাংলাদেশের ভালো চায় না। প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো, কিন্তু ভারতকে করবেন না। আমি নিরাপত্তারক্ষীর কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু পাইনি। ওরা বাংলাদেশে গেলে আমরা অনেক সাহায্য করি, ভারতীয় ক্রিকেট দলের সর্মথক সুধীরকেও করি। ভারতীয়রা আমার মা-বোন তুলে গালাগালি করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি লাল-সবুজের পতাকা উড়াবই, তাতে যদি আমার বুকে গুলিও চালায়। আমি সহ্য করতে না পেরে একটা সময় বলেছি, আমি আমার মায়ের দোয়া নিয়ে এসেছি, আপনারা গুলি চালান, গুলি চালান, তবুও আমার পতাকা উড়ানো থামবে না। যদি ওরা গুলি চালায় মাঠে আমি পতাকা উড়াবই। যে কোনো কিছুর বিনিময়ে।’

সম্পর্কিত পোস্ট

উইন্ডিজ টেস্ট সিরিজে শান্তর বদলির নাম ঘোষণা

banglarmukh official

সাকিব ওমরাহ পালন করতে সৌদি আরবে

banglarmukh official

ফিরলেন মিরাজ-হৃদয়, শান্তর দিকে তাকিয়ে বাংলাদেশ

banglarmukh official

অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

banglarmukh official

২৪ বছর পর ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই ভারত

banglarmukh official

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ টাইগাররা

banglarmukh official