29 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রশাসন

চোরকে দেখে ফেলায় নটরডেম কলেজের অফিস সহকারীকে হত্যা: পিবিআই

চুরি করার সময় টের পাওয়ায় নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা জুলিয়ানা গোমেজকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।

সোমবার ধানমন্ডিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ডিআইজি (পশ্চিমাঞ্চল) সায়েদুর রহমান।

তিনি বলেন, চুরি ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জুয়েল রানা ও নজরুল ইসলাম নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মূলত চুরির উদ্দেশ্যে তারা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে এবং চুরি করার সময় টের পাওয়ায় জুলিয়ানাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পরে বালিশচাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে।

জুলিয়ানা বাসায় একাই থাকতেন জানিয়ে পিবিআই কর্মকর্তা সায়েদুর জানান, গ্রেফতার জুয়েল ও নজরুল পরস্পরের বন্ধু।

জুলিয়ানা একাই বাসায় থাকার বিষয়টি তারা জেনে যায় এবং অনেক টাকা পাওয়ার আশায় তারা বাসায় ঢুকে চুরির পরিকল্পনা করে।

গত ১১ সেপ্টেম্বর লিপিকা কলেজে না যাওয়ায় খোঁজ নিতে তার নবাবগঞ্জের বাসায় যান কলেজের দুজন। পরে গৃহকর্মীর কাছে থাকা বিকল্প চাবি দিয়ে খুলে দেখা যায়, বিছানায় তার মরদেহ পড়ে আছে।

পিবিআই কর্মকর্তা সায়েদুর জানান, লিপিকার চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে দুইজনকে গ্রেফতার করা হয়। দুজনই চুরি ও হত্যার দায় স্বীকার করেছে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official