18 C
Dhaka
ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

জেলা পরিষদ নির্বাচন: বরিশালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ ৫ সদস্য বিজয়ী

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বরিশালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম জাহাঙ্গীর হোসেনকে বিনাপ্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে আইরিন রেজা ও ৪ নম্বর ওয়ার্ডে মুক্তি রানী দাস, ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে পিয়ারা বেগম (আগৈলঝাড়া), ৯ নম্বর ওয়ার্ডে (গৌরনদী) এইচএম হারুন-অর রশিদ এবং ১০ নম্বর ওয়ার্ডে (উজিরপুর) অশোক কুমার হাওলাদারকে বিনাপ্রতিদ্বন্ধিতায় সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে সাতটি সাধারণ ওয়ার্ডে ২৪ জন এবং দুইটি সংরক্ষিত ওয়ার্ডের প্রতিদ্বন্ধি নয়জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের শুরুতে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

অবশিষ্ট সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। চেয়ারম্যান ছাড়াও তিনজন সাধারণ ও দুইজন সংরক্ষিত সদস্য বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা হওয়ায় এবার ভোট হবে দুইটি সংরক্ষিত ও সাতটি সাধারণ সদস্য পদে। সাত উপজেলার সাতটি কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১২শ’ ৮৭ জন।

নির্বাচিত ঘোষনার পর এক প্রতিক্রিয়ায় বরিশাল জেলা পরিষদের আলো ঘরে ঘরে ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসেন। এছাড়াও জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করে সত্যিকারের সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করার চেষ্টা করবেন বলেও তিনি উল্লেখ করেন। জেলা পরিষদের সবচেয়ে বড় দুর্নাম মীরগঞ্জ খেয়াঘাটে যাত্রী হয়রানী ও নিগৃহের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের প্রতিশ্রæতি দিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ জানালেন রিজভী

banglarmukh official

পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু

banglarmukh official

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

banglarmukh official

বিএনপিতে আ.লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

banglarmukh official