24 C
Dhaka
নভেম্বর ১১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

তোপের মুখে সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা

গত সোমবার সুপ্রিম কোর্টের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার ডোনা গঙ্গোপাধ্যায়কে।

তিনি বলেছেন, ‘এতলোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। রেপ-টেপ সব জায়গাতেই হয়, কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’

ডোনা আরও বলেন, ‘এটা তো আমাদের গর্ব, বাংলার যে সব মানুষ প্রতিবাদ করছে। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে’।

সোমবার বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ডাকে এক নাচের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় জনরোষের মুখে পড়েছেন এই নৃত্যশিল্পী।

ডোনার মন্তব্যের ভিডিও ফেসবুকে শেয়ার করেন অদিতি রায় নামে এক সংবাদকর্মী। তিনি লেখেন, ‘সেই তো! খুবই খুশি হওয়ার মতোই ব্যাপার। তবে আসল ব্যাপারটা হল কে এই নারী? থাকে কোথায়? খায় কী? মাথায় কিছু নেই, না হয় হৃদয়ে?’

সেই পোস্টে দীপ্সিতা ধর লেখেন, ‘ছোটবেলায় ওনার নাচ দেখতে গেছিলাম মিলেনিয়াম পার্কে, ভালো লাগেনি, এই কথা গুলো শোনার পর নাচটা কম খারাপ লাগছে।’

সেই পোস্টের স্ক্রিনশট নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে সাফাই গাইলের সৌরভ-পত্নী। ডোনা লেখেন, ‘আমি ডোনা গঙ্গোপাধ্যায়, প্রথমত একজন নারী, তারপর এক কন্যা সন্তানের মা। আমি পাগল নই যে ধর্ষণকে সমর্থন করব। বরং, আমি নিজের মতো করে প্রতিবাদ জানিয়েছি। আমি বলেছি, আমি নাচের অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি। যদি নারী সাংবাদিকরা আমার কথার ভুল ব্যাখ্যা করে তাহলে আমরা কী করে একটা আদর্শ সমাজ গড়ব। যেখানে নারীরা মাথা উঁচু করে বাঁচবে, খুব দুঃখের! আর যদি আপনাদের মনে হয় যে সঠিক উদ্দেশ্য নিয়ে চলা একজন নারীকে ছোট করে আপনারা খুশি থাকবেন, তাহলে আমারও মনে হয় আপনাদের চিকিৎসার প্রয়োজন’।

সম্পর্কিত পোস্ট

ফিরলেন মিরাজ-হৃদয়, শান্তর দিকে তাকিয়ে বাংলাদেশ

banglarmukh official

অবসরের ঘোষণা দিলেন ঋদ্ধিমান

banglarmukh official

২৪ বছর পর ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই ভারত

banglarmukh official

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ টাইগাররা

banglarmukh official

বাংলাদেশের মাঠে দ.আফ্রিকার রেকর্ড

banglarmukh official

গম্ভীরের পদত্যাগ দাবি, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

banglarmukh official