স্টাফ রিপোর্টার
বরিশালে ত্রিশ গোডাউন সংলগ্ন বধ্যভূমিতে বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ার অনুমতি না দেয়া, দখলমুক্ত করা ও এর পবিত্রতা রক্ষার দাবীতে জেলা প্রশাসকের সাথে বৈঠক করেছেন বিশিষ্ট কলামিস্ট ও ইতিহাসবীদ অধ্যাপক ড: মুনতাসির মামুন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এর নেতৃবৃন্দসহ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।
সভায় আলোচনা প্রসঙ্গে বরিশালে বধ্যভূমি এলাকায় নির্মিত বানিজ্যিক প্রতিষ্ঠান অপসারণসহ নির্ধারিত এলাকার সংরক্ষন ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সংগতিপূর্ন অবকাঠামো নির্মানের বিষয়ে গুরুত্ব আরোপ করে ড: মুনতাসির মামুন বলেন- যেহেতু জমিটি সরকারি খাস জমি এবং নদী তীরবর্তী তাই হাইকোর্টের রায় মোতাবেক এখানে কোন স্থাপনা করা সর্ম্পূন বেআইনি। এই জায়গায় সরকারিভাবে ৩’শ কোটি টাকার সাইলো নির্মান প্রকল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বন্ধ করার বিষয়টি তুলে ধরেন।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বিষয়টি সম্পর্কে মুনতাসির মামুনকে আসস্থ করে বলেন তিনি এ বিষয়ে সব রকম পদক্ষেপ গ্রহণ করবেন এবং মুক্তিযুদ্ধের চেতনা ও অস্তিত্ব রক্ষায় কাউকে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান।
মতবিনিময় সভায় বধ্যভূমি সংরক্ষন পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, এ্যাডভোকেট এস এম ইকবাল, প্রবীন শিশু সংগঠক জীবনকৃষ্ণ দে, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এর সভাপতি কাজল ঘোষ, মুক্তিযোদ্ধা এম,জি কবীর ভুলু, মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, নাট্য সংগঠক সৈয়দ দুলাল, অধ্যক্ষ শ ম ইমানুল হাকিম, অধ্যক্ষ বিমল চক্রবর্তী, অধ্যাপিকা শাহ সাজেদা, অধ্যাপিকা টুলু কর্মকার, পাপিয়া জেসমিন, মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, কাজী জাহাংগীর কবীর, এনায়েত হোসেন শিবলু প্রমূখ।