24 C
Dhaka
ফেব্রুয়ারি ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
পটুয়াখালী বরিশাল

পায়রা বন্দরের জন্য কেনা হবে দুই মোবাইল হার্বার ক্রেইন

পায়রা সমুদ্র বন্দরের জন্য দুইটি মোবাইল হার্বার ক্রেইন এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাইফ পাওয়ারটেক লিমিটেডের কাছ থেকে এসব হার্বার কিনতে ব্যয় হবে ১০৯ কোটি ৫৩ লাখ টাকা।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত জানান।

অতিরিক্ত সচিব বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক “বরিশাল (দিনেরারপুল)-লক্ষীপাশা-দুমকি সড়কে পান্ডব-পায়রা নদীর উপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ” প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জয়েন্ট ভেঞ্চার অব (১) দহওয়া, কোরিয়া; (২) এসএমইসি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড অস্ট্রেলিয়া; (৩) প্যান আরব কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স, কুয়েত; (৪) এসএআরএম এসোসিয়েট লিমিটেড, বাংলাদেশ এবং (৫) এসিই কনসাল্ট, বাংলাদেশকে ৭২ কোটি ৭৪ হাজার ৬০ হাজার টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, পায়রা সমুদ্র বন্দরের জন্য ২টি মোবাইল হার্বার ক্রেইন এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি সাইফ পাওয়ারটেক লিমিটেডের কাছ থেকে কেনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০৯ কোটি ৫৩ লাখ ১৮ হাজার ৫৭০ টাকা।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

কলাপাড়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

পটুয়াখালীতে বাসে নারী শিক্ষার্থীকে হেনস্তা, মহাসড়ক বন্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official