নিজস্ব প্রতিবেদকঃ স্বামী স্ত্রীর ঝগড়া হলেও টাকা নিতেন ছাত্রলীগের নেতা শিরোনামে দৈনিক দেশ রুপান্তর পত্রিকা সংবাদ প্রকাশ করেন।
সংবাদে লিখেন স্থানীয় ছাত্রদল নেতা রিয়াজ হাওলাদার, রাহাত, সোহাগ সিকদার, রাজিব মন্ডলকে আশ্রয় দেওয়ার কথা বলে নিয়ে আসে এসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী নাহিদ রাফিনের বাসায় ওঠেন।
দুপুরে রিয়াজ হাওলাদারের সাথে দেখা করতে আসলে ঘিরে ধরে বিক্ষুব্ধ স্থানীয়রা।
দৈনিক রুপান্তর পত্রিকার এমন সংবাদ দেখে আমরা বিব্রত আমাদের সাথে দৈনিক রুপান্তর পত্রিকার কোন সংবাদ কর্মীর সাথে কথা হয়নি। তারা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করেছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রিয়াজ হাওলাদার বলেন, ২৪/০৯/২৪ তারিখ বেলা ১১টার দিকে আমরা কর্ণকাঠী ভোলার মোড় স্বপনের চায়ের দোকানে বসা ছিলাম। এসময় দেখতে পাই পাশের ঘরোয়া হোটেলের সামনে কিছু বিক্ষুদ্ধ জনতা পাওনা টাকার জন্য (ববি’র) সাবেক ছাত্র রাজীব মন্ডলকে ঘিরে ধরেন। আমরা বিষয়টি দেখতে পেয়ে সেখানে যেন কোন হানাহানি রক্তারক্তির ঘটনা না ঘটে সেজন্য (ববি) সাধারণ শিক্ষার্থীদের জানাই। তারা আসলে তাদের সাথে নিয়ে সমঝোতার বিষয়ে বিক্ষুদ্ধ জনতা ও (ববি’র) সাবেক ছাত্র রাজীব মন্ডলের সাথে কথা বলি। তাদের দুই পক্ষের মতামতের ভিত্তিতে দেনা পাওনা পরিশোধের বিষয়ে পাওনাদার বেশি হওয়ায় তারা তাদের পক্ষ থেকে মোঃ হানিফ হাওলাদার রিয়াজ এর নাম বলেন ও রাজীব মন্ডলের পক্ষে তার ব্যাবসায়ী পার্টনার স্হানীয় বাসিন্দা আল আমিন জামিনদার হয়ে তিন মাসের সময় নিলে ঘটনা স্থলের সাক্ষী রেখে তাদের মধ্যে তিন শত টাকার স্টাম্পে চুক্তিনামা তৈরি করে বিষয়টি সমঝোতা করে দেই।