29 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল শিক্ষাঙ্গন

প্রানিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে শীক্ষার্থীদের বৈঠক

পবিপ্রবি প্রতিনিধি//মোঃইমরান হোসেন:

প্রানিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা হীরেশ রঞ্জন ভৌমিকের সাথে সারাদেশের ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০১৯ ইং) প্রানিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রানিসম্পদ অধিদপ্তরের পরিচালক ( প্রানি স্বাস্থ্য ও প্রশাসন ) ডা মো আব্দুল জব্বার মোল্লা, উপ পরিচালক , প্রশাসন ,ডাঃ মো হাসান ইমাম, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) মহাসচিব ড মো হাবিবুর রহমান মোল্লা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় , শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, গন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ সহ প্রমুখ। বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ) এর মহাসচিব ড মো হাবিবুর রহমান মোল্লা বলেন, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বিভাগে পাশকৃত প্রাণিসম্পদ অধিদপ্তরের অর্গানোগ্রামকে স্বাগত জানাই এবং দ্রুত বাস্তবায়নে জোর দাবী জানাই। প্রানিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা হীরেশ রঞ্জন ভৌমিক বলেন, এই অর্গানোগ্রাম আমাদের সবাইকে নিয়েই বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করবো” শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রতন রহমান বলেন, ” দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আমাদের এই অর্গানোগ্রাম। আমরাও অনেক কিছু ছাড় দিয়েছি, আমাদের প্রত্যাশিত মত পদ আমরা পাই নাই। তবুও প্রানিসম্পদের উন্নয়নে এই অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানাচ্ছি। অর্গানোগ্রাম বাস্তবায়নে সকল অপশক্তির বিরুদ্ধে সারা বাংলার ভেটেরিনারি ছাত্র সমাজ সর্বদা জাগ্রত থাকবে”

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official