: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবস্থিত বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সাবেক সভাপতি শহিদুল ইসলাম ও সাবেক সাধারন সম্পাদক আল-নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নতুন কমিটিতে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাসেল মিয়াকে সভাপতি ও লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদ হাসান দোলন কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি আলামিন ইমন, রুবেল মিয়া, সাইফুল ইসলাম রাকিব, রেজাউল করিম, তাইফুর রহমান (তুহিন)।যুগ্ম-সাঃ সম্পাদক-মীর ইসরাত সৈকত, আব্রাহাম, দ্বিলীপ কুমার রুদ্র ও মেহেদী হাসান।সাংগঠনিক সম্পাদক হলেন প্রদীপ কান্তী বেপারী,মুজাহিদুল ইসলাম সাগর,মাসুদরানা ও শেখর হালদার।এছাড়াও দপ্তর সম্পাদক তাজুল ইসলামসহ আরো অনেকে নেতৃত্বে আছেন।
এসময় বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ গঠনমূলক বক্তব্য প্রদান করেন।