33 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

বরিশালে চাচাতো বোনকে ধর্ষন, ধর্ষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক ::

বরিশালের মুলাদীতে চাচাতো বোনকে ধর্ষনের দায়ে রেজাউল করিম
রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা
এবং অনাদায়ে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার (৫ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যনালের বিচারক আবু শামীম আজাদেএ রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্ত রেজাউল করিম রেজাউল করিম রেজা মুলাদীর তেরচর এলাকার আঃ রশিদ
হাওলাদারের ছেলে বলে জানিয়েছেন বেঞ্চ সহাকারি আজিবর রহমান।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০১০ সালের ১ নভেম্বর দন্ডপ্রাপ্ত ও বিবাহিত রেজাউল করিম রেজা মুলাদী সদরের ৫ নম্বর ওয়ার্ডে তার চাচার বাড়িতে যায়। এসময় ওই বাড়িতে কেউ না থাকার সুবাদে চাচাতো বোনকে ধর্ষন করে। এরপর নানান কৌশলে বিভিন্ন সময়ে রেজা তার ওই চাচাতো বোনেক ধর্ষন করে। এতে
তার চাচাতো বোন ও ভিকটিম অন্তস্বত্তা হয়ে পড়লে রেজাকে জানানো হয়। রেজা
ভিকটিমের গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করে ব্যর্থ হলে ধর্ষনের কথা অস্বীকার করে। পরে ২০১১ সালের ৫ মে ভিকটিম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে। আদালত মেডিকেল পরীক্ষা শেষে ২০১২ সালের ১৫ নভেম্বর চার্জ গঠন করে আসামীর
বিরুদ্ধে।

পরবর্তীতে ৬ জনের সাক্ষ্যগ্রহন শেষে আজ আসামীর অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের এ রায় ঘোষনা করে।

অপরদিকে ধর্ষনের কারণে জন্ম নেয়া কন্যা সন্তানের বিয়ে না হওয়া পর্যন্ত ভরণ-পোষণের ব্যয়ভাড় রাষ্ট্রকে বহনের নির্দেশ দেয়া হয়। এদিকে আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official