শামীম ইসলাম:
বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড দক্ষিন বাঘিয়া লুৎফর রহমান সড়ক এলাকার জনৈক মিঠুর বাসার ভাড়াটিয়া মোঃ কাজিমুদ্দিন মালিথা ওরফে বাদশা মালিথা (৪৫) কে ২১ (একুশ) পুরিয়া হেরোইন সহ আটক করেছে ডিবি পুলিশ।
এসআই মোঃ ইউনুস আলী ফরাজী ও তার সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে ১৯ সেপ্টেম্বর তাদেরকে আটক করে।
আটক হেরোইন ব্যবসায়ী বাদশা কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ৩নং ওয়ার্ডের মীরের পাড়া এলাকার মোঃ আজুবর -আজবর মালিথা এর পুত্র।
পরে এ সংক্রান্তে এয়ারপোর্ট থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়।