নিজস্ব প্রতিবেদক ::
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও গ্রামের পরকিয়া প্রেমিকের সাখে মিলে ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে স্ত্রী বিরুদ্ধে। এঘটনায় পরকিয়া প্রেমিক মাসুদ বেপারী ও ঘাতক স্ত্রী শাজেদা বেগমকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, জামেদালী দপ্তরীর ছেলে কাওছার দপ্তরী স্ত্রী শাজেদা বেগম ৫ সন্তানের জননীর সাথে একই গ্রামের মোটর সাইকেল চালক এলেন বেপারীর ছেলে মাসুদ বেপারীর পরকীয়া প্রেম চলে আসছে দীর্ঘ দিন যাবত।
এ ব্যপারে পূর্বেও একাধিকবার স্থানীয় শালিসের মাধ্যমে এদের বিচার করা হয়েছিলো।
একটি সূত্র বলছে, সোমবার দিবাগত রাতে শাজেদা বেগম ও মাসুদ বেপারীর পরকীয়া স্বামী কাওছারের কাছে ধরা পড়লে মাসুদ বেপারী ও স্ত্রী শাজেদা বেগম তার স্বামীকে ধারালো অস্ত্রের অঘাতে করে । এতে তার মৃত্যু হয়। পরে লাশ খালে ফেলে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৭ টার দিকে একই এলাকার আবুল বেপারীর বাড়ির সামনে খালের পাশ থেকে কাওছারের লাশ দেখে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে হিজলা থানা পুলিশ।
হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানায়, এ ব্যপারে প্রথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য স্ত্রী শাজেদা বেগম ও তার পরকীয়া প্রেমিক মাসুদ বেপারীকে আটক করা হয়েছে। মামলা প্রকৃয়াধীন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।