উজিরপুর প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে স্বামীকে অস্বীকার করলেন এক গৃহবধু। এব্যাপারে স্বামী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা গ্রামের আব্দুল মজিদ সরদারে ছেলে মামুুনুর রশিদ সরদার এর সাথে ৭ সেপ্টেম্বর ২০১৮ সালে নরসিংহা গ্রামের মোঃ আসাদুজ্জামান ফকিরের মেয়ে মোসাঃ নুসরাত জামান আখি(১৯) এর পারিবারিকভাবে ইসলামী শরিয়া মোতাবেক বড়াকোঠা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আঃ রহিম এর মাধ্যমে বিবাহ সম্পাদন হয়।
বিবাহের কিছুদিন যেতে না যেতেই স্ত্রী তার পিতা, মাতা, ভাইয়ের কু-পরামর্শ নিয়ে স্বামীকে তুচ্ছের পাত্র ভেবে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এমনকী সংসার ভাঙার ফন্দি করে।
এ নিয়ে স্বামী শত চেষ্টা করেও স্ত্রীর অধিকার ফিরে পাচ্ছেনা বলে অভিযোগ পাওয়া যায়। তারপরেও স্বামী মামুনুর রশিদ ২৪ আগষ্ট সন্ধ্যায় স্ত্রীর বাড়ীতে যান কিন্তু স্ত্রী তাকে কোন ভাবেই মেনে নিতে পারছেনা। স্ত্রী আখি, শ্বশুর শাশুরী এবং শ্যালক মিলে মামুনুর রশিদকে আর কোন দিন তাদের বাড়ীতে আসতে বারন করে এবং বিভিন্ন ভয়ভীতি ও বিভিন্ন মামলায় জড়ানোর হুমকী দেয়। ভোর হওয়ার সাথে সাথে তাকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়।
এ ব্যাপারে ভুক্তভোগী মামুনুর রশিদ জানান বড়াকোঠা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আঃ রহিম আমার বিবাহ পড়িয়েছে। কিন্তু আমার স্ত্রী তার কাছ থেকে একটি প্রত্যয়নপত্র এনে আমাকে স্বামী বলে অস্বীকার করে এবং আমি কাজীর কাছে কাবিন নামা চাইতে গেলে তালবাহানা শুরু করে। অভিযুক্ত কাজী মাওঃ আঃ রহিম জানান আমি আখি ও মামুনুর রশিদের বিবাহ পরাইনি ।
এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নানা প্রশ্নের জন্ম নেয় সাধারনদের মধ্যে এ কেমন বিবাহ পড়ালেন কাজী সাহেব। এ কেমন স্ত্রী বিবাহের কিছুদিন যেতে না যেতেই স্বামীকে ছাপ জানিয়ে দিলো তাদের মধ্যে বিবাহ হয়নি।
এ ব্যাপারে ভুক্তভোগী মামুনুর রশিদ ২ সেপ্টেম্বর সোমবার উজিরপুর মডেল থানায় স্ত্রী নুসরাত জামান আখি ও তার পিতা আসাদুজ্জামান ফকির, মাতা মোসাঃ কমলা বেগম, ভাই আবির হোসেন, নিকাহ রেজিস্ট্রার কাজী মাও: আঃ রহিমকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ভুক্তভোগী স্বামী, ওই প্রতারক কাজী ও ছলনাময়ী পরিবারের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।