বরিশালে পালিত হয়েছে শহিদি মার্চ কর্মসূচি। ব্রজমোহন কলেজের জিরো পয়েন্ট থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এ মিছিল বের করেন।
এতে বিএম কলেজ ছাড়াও অন্য আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
বিএম কলেজ হয়ে মিছিলটি কলেজ রোড, নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা, সিএন্ডবি রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের সম্মুখে ছিলেন গুলিবিদ্ধ হয়ে চোখ হারানো এক যুবক।
এ সময় ছাত্র নেতারা বলেন, হাজারও ছাত্র-জনতার জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে সব ধরনের বৈষম্য প্রতিরোধে তারা প্রতিজ্ঞাবদ্ধ।