স্টাফ রিপোর্টার//
আমিনুল ইসলাম শামীম:
আজ শনিবার সকালে বরিশাল সহরের ব্যাপ্টিস্ট মিশন রোডের, ব্যাপ্টিস্ট চার্জ গির্জার সামনে, একটি নবো জাতোকের মৃত লাশ পরিত্যাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পথচারীদের চোখে লাশটি পড়লে লোকজন জরো হয়।
পরবর্তীতে পুলিশ খবর পেয়ে,ঘটনাস্থল পরিদর্শন করে,লাশটি উদ্ধার করেন। ঘটনাস্থল পরিদর্শন কালে,জানা যায়, গতরাতে কতিপয় দুর্বৃত্তরা শিশুর লাশ টি এই গির্জার পাশে অবস্থিত খালের পাশে দেয়াল ঘেষে ফেলে রেখে যায়।
ধারনা করা হচ্ছে শিশুটির বয়স আনুমানিক ৭/৮ মাস হবে। আজ দুপুর ১২ টার দিকে ছোট্ট একটি কিশোর ওইখানে সাদা রঙ্গএর একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় মৃত শিশুর লাশ টি দেখতে পায়। শপিং ব্যাগটির গায়ে,শাড়ি বিপনি বিতান,গুলশান ঢাকা লেখা লাশটির চোখটি উপরে ফেলানো এবং বুকে জখমএর চিহ্ন স্পস্ট দেখা যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত মৃতঃ লাশটির কোনো হদিস পাওয়া যায়নি, এলাকাবাসীর দাবী অবিলম্বে এই নির্মম শিশু হত্যাকান্ডে জড়িত অপরাধীদের খুজে বের করে,দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। ধারনা করা হচ্ছে, শিশুটি কে,নির্মম ভাবে পরিকল্পিত হত্যা করা হয়েছে।