ঢালিউড অভিনেতা ওমর সানী সিনেমার অভিনয়ে এখন আর নিয়মিত নেই। আগের মতো সিনেমায় এখন আর তাকে দেখা যায় না। একসময়ের জনপ্রিয় এ অভিনেতার সেই ব্যস্ততা এখন আর নেই। এ অভিনেতার এখন ব্যস্ততা শুটিং ফ্লোরে নয়, রেস্টুরেন্ট ব্যবসায়। এ ব্যবসা তিনি বেশ উপভোগ করছেন বলে জানান। রেস্তোরাঁর নতুন শাখাও তিনি চালু করেছেন। ঢাকার রামপুরায় শুরুর পর সাভারেও চালু করেছিলেন রেস্টুরেন্ট। এবার ওমর সানী ঢাকার বাইরে ধামরাইয়ে নতুন একটি রেস্টুরেন্ট চালু করেছেন।
চিত্রনায়ক স্বামীর পথচলায় শুভকামনা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন অভিনেত্রী মৌসুমী। এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন দেশীয় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এ নায়িকা। দেশে থাকলে স্বামীর উদ্যোগে পাশে থাকতেন বলে জানিয়েছেন তিনি।
সাভারে ‘চাপওয়ালা’রেস্টুরেন্ট চালুর পর খুবই জনপ্রিয় হয় ওই রেস্তোরাঁ। গেল মার্চে ঝড়ে সেই রেস্টুরেন্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তার পরও সাভারের রেস্টুরেন্টটির জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে ধামরাইয়ে নতুন শাখা চালুর সিদ্ধান্ত নেন তিনি। গত শুক্রবার ধামরাইয়ের বাথুলীতে চালু করলেন চাপওয়ালার শ্বশুরবাড়ি হাইওয়ে বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার।
ওমর সানীর বাংলা হোটেল চালু উপলক্ষ্যে শুভকামনা জানিয়েছেন স্ত্রী মৌসুমী। সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে মৌসুমী বলেছেন— যারা আমাদের চাপওয়ালাতে সবসময় গেছেন, তাদের কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। যারা আসেননি কখনো, তাদের কাছে আমার প্রত্যাশা— কখনো সময় পেলে আসবেন আমাদের ছোট্ট রেস্টুরেন্টে। এই ভিডিওবার্তার কারণ— বাথুলীতে আমাদের আরও একটি রেস্টুরেন্ট চালু হয়েছে, চাপওয়ালার শ্বশুরবাড়ি নামে। এখানে ভাত, খিচুড়ি, পোলাও—এ রকম বাংলা খাবারের সমারোহ থাকবে। থাকবে গরুভুনা, মুরগিভুনা, ভর্তা-ভাজি, ডাল। পাশাপাশি থাকবে স্পেশাল চাপ ও অন্যান্য জনপ্রিয় আইটেম।
মৌসুমী আরও বলেন, অনেকেই বলেছিলেন— ‘আপনারা শুধু শহরভিত্তিক রেস্টুরেন্ট করেন, এদিকটায় করেন না। সেই চাহিদার কথা মাথায় রেখেই এটা করা। আশা করি আপনারা সবাই এবং এলাকাবাসী পাশে থাকবেন, তাহলে আমাদের এই কষ্ট সার্থক হবে।’
ভিডিওবার্তার একপর্যায়ে রেস্টুরেন্ট নিয়ে ওমর সানীর আগ্রহ ও আন্তরিকতার কথাও তুলে ধরলেন তিনি। মৌসুমী বলেন, ‘রেস্টুরেন্টে প্রচুর সময় দেয় ওমর সানী। ও অনেক ভালোবাসে এ কাজটা করতে। রেস্টুরেন্ট তার ভালোবাসার জায়গা। তাকে উৎসাহিত করার জন্য আপনারা আসবেন। দেখা হবে, আড্ডা হবে। আমন্ত্রণ রইল।’
ভিডিওর একপর্যায়ে ওমর সানীও আগ্রহীদের আহ্বান জানান। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘হাইওয়েতে আমরা চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার করেছি। আপনারা আসবেন, এটা ২৪ ঘণ্টা খোলা থাকবে। এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ— আপনারা অবশ্যই আসবেন। সবাইকে নিয়ে আসবেন।’