26 C
Dhaka
ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিল ছেলে

ফরিদপুরের নগরকান্দায় বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে কেন্দ্রে যায় শেখ সোহেল রানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তার বাবা মজিবর শেখের (৪৬)।

এসএসসি পরীক্ষার্থী সোহেল রানা ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদি গ্রামের বাসিন্দা। সে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

জানা গেছে, আজ সকালে সোহেল রানার কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা ছিল। কিন্তু সকালেই তার বাবা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মরা যান। এ কথা শুনে সকালেই রানার কয়েকজন সহপাঠী তার বাড়িতে যায়। পরে রানার অনিচ্ছা থাকা সত্ত্বেও সহপাঠীরা তাকে নগরকান্দার শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র নিয়ে যায়।

রানার আত্মীয় মিজানুর রহমান বলেন, রানার বাবা পেশায় একজন সিএনজি অটোচালক ছিলেন। আজ ভোরে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মিজানুর রহমান আরও বলেন, আজ সকালেই রানার সহপাঠীরা বাড়িতে আসে এবং তাকে বিভিন্নভাবে বুঝিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যায়। দুই ভাইয়ের মধ্যে রানা সবার ছোট। এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার।

এ বিষয়ে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া বলেন, ‘আজ সকালে রানার বাবা মারা যাওয়ার খবর শুনেছি। সঙ্গে সঙ্গেই আমরা রানার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তার মনমানসিকতা ভালো রাখতে এবং ভালোভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে আমরা তার সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি।’

পরীক্ষাকেন্দ্রের সচিব মাহবুব আলী মিঞা বলেন, ‘যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে রানা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাবা মারা যাওয়ায় সে অনেকটা ভেঙে পড়েছিল। আমরা পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক তার খোঁজখবর নিয়েছি।’

সম্পর্কিত পোস্ট

বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

banglarmukh official

খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

banglarmukh official

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম বেপারি গ্রেফতার

banglarmukh official

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল

banglarmukh official