এপ্রিল ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
গণমাধ্যম জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

যৌন আক্রমণ আর না

স্টাফ রিপোর্টারঃ শাওন অরন্য:

যৌন আক্রমণ আর না। ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা।

 

০৩/০৯/১৯ সকাল ১১.০০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার (টাউন) হল এর সম্মূখে নারীপক্ষের আয়োজনে যৌন আক্রমণ আর না। ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও যৌন অত্যাচারসহ সকল সহিংসতার বিরুদ্ধে আমরা শিরোনামে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম, বিএমকেএস এর নির্বাহী পরিচালক কাওসার পারভীন, শুভ এর নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সম্বন্বয়কারী সোহানুর রহমান ও এনজিও প্রতিনিধি মো: জাহিদুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলো ইয়ুথ নেট এবং তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্মসহ আগত তরুন তরুনীরা।

নারী ও শিশুর উপর সহিংসতা নতুন কোন বিষয় নয়। এর মোকাবেলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগও চলমান আছে, তবে নারীর উপর সহিংসতা দমনে রাষ্ট্র এতটাই ব্যর্থ যে সহিংসতা এখন মহামারী আকার ধারণ করেছে। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের নারী যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার হচ্ছে; ছেলে শিশুরাও বলাৎকার থেকে রেহাই পাচ্ছে না। কেউ কেউ বলছেন, বাংলাদেশে ধর্ষণ ও ধর্ষণ করে হত্যার মহোৎসব চলছে।

ঘরে, বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, ধর্ষণ চেষ্টা বা যৌন হয়রানি, উত্যক্তকরণ, এসিড আক্রমণসহ নানাবিধ সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু। পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্র এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ব্যক্তির কাছেও নিরাপদ নয়।

 

তাই নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতায় তাদের আহবান নারী ও শিশুর উপর সকল সহিংসতার বিরুদ্ধে জোরালো অবস্থান নির্মান করি, দেশে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় উদ্যোগীও ঐক্যবদ্ধ হই, সহিংসতার শিকার নারী ও শিশুকে সকল সেবা পেতে সাহায্য করি, সহিংসতার ঘটনা লুকিয়ে না রেখে অভিযোগ দাখিল করতে সাহায্য করি, নারীর উপর যৌননির্যাতন ও ধর্ষণ নারীর জন্য লজ্জা না বরং নির্যাতনকারীর লজ্জা,তাই যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার নারীকে দোষারোপ করার চর্চা বন্ধ করি, ভোগ্যবস্তু নয় নারীকে মানুষ ভাবি।

বরিশাল সিটি কর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর কোহিনুর বেগম বলেন, আসুন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই নারী ও শিশুর উপর যেকোন ধরনের নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হবো এবং রুখে দাঁড়াব; কোন অবস্থায়ই আমরা সঙ্কুচিত হব না, ভীত হব না, পিছপা হব না। আর একজন নারীকেও ধর্ষণের শিকার হতে দেব না, একজন পুরুষকেও ধর্ষক হতে দেব না।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official