ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে যোগদান করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গতকাল সোমবার সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে ২০১৮ সালে হামলার ঘটনায় রজ্জুকৃত মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি মো. সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সিয়াম হাসান সদ্য ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি। তার নামে আরও মামলা রয়েছে।