এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি আন্তর্জাতিক জাতীয় জেলার সংবাদ বরিশাল

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বরিশাল থেকে ভারতে যাবে ইলিশ

স্টাফ রিপোর্টার//স্বর্না বিস্বাস:

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ পাঠানোর ঘোষনায় বরিশালেও মৎস ব্যবসায়ীরা নরেচরে বসেছেন। তারা এরইমধ্যে স্থানীয়ভাবে ইলিশ সংগ্রহ শুরু করেছেন। ফলে বরিশাল নগরের পোর্টরোডস্থ একমাত্র বেসরকারি মৎস অবতরণ কেন্দ্রটিতে ব্যস্ত সময় পার করছেন মৎস ব্যবসায়ীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারণ সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা হিসেবে ভারতে ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সংশ্লিষ্ট দফতরের নির্দেশনা পাওয়ার পর বরিশাল থেকেও ইলিশ মাছ সংগ্রহ চলছে। এ বিষয়ে জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বলেন, ভারতে ইলিশ পাঠানোর ঘোষনার পর বরিশালেও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

ভারতে এলসি (৬০০-৯০০ গ্রাম) সাইজের ইলিশের চাহিদা বেশি থাকায়, ব্যবসায়ীরা এ সাইজের মাছের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে ইলিশ সংগ্রহের অঞ্চল ভিত্তিক কোন নির্দিষ্ট টার্গেট নেই বলে জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে ইলিশ মাছ সংগ্রহ করে ভারতে পাঠানো হবে, সেজন্য যেখান থেকে যে পরিমান মাছ সংগ্রহ হচ্ছে তাই কেন্দ্রে পাঠানো হবে। টার্গেট পূরণ হলে সেখান থেকেই পরবর্তী নির্দেশনা জানতে পারবেন ব্যবসায়ীরা।

এদিকে পোর্টরোডে ঘুরে জানাগেছে, শনিবার থেকে সাগর ও বিভিন্ন স্থানীয় নদীর এলসি (৬০০-৯০০ গ্রাম) সাইজের ইলিশগুলো আলাদাভাবে সংরক্ষন অর্থাৎ এক্সপোর্ট কোয়ালিটির প্যাকিং এর কাজ চলছে।।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official