‘সতর’ শব্দটি আরবি ‘আস-সাতরু’ ধাতুমূল থেকে এসেছে। এর আভিধানিক অর্থ ঢেকে রাখা। অর্থাৎ শরীরের যেসব অঙ্গ লজ্জার কারণে ঢেকে রাখা হয় তাকে সতর বলা হয়।
ইসলামের পরিভাষায়, পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। অর্থাৎ এতটুকু স্থান অন্য ব্যক্তিদের সামনে ঢেকে রাখা ফরজ।
নামাজ বিশুদ্ধ হওয়ার অন্যতম একটি শর্ত হলো সতর ঢেকে রাখা।
অনেককে বলতে শোনা যায়, ওজু করার পর কোনোভাবে হাঁটু খুলে গেলে ওজু ভেঙ্গে যায়। তেমনি পা ধৌত করার সময় যদি হাঁটু খুলে যায় তাহলেও যতটুকু ওজু করা হয়েছে তা ভেঙ্গে যায়। তাই আবার শুরু থেকে ওজু করতে হবে। এ কারণে অনেককে নতুন করে ওজু করতেও দেখা যায়।
এ ধারণা ঠিক নয়। হাঁটু সতরের অন্তর্ভুক্ত এবং তা ঢেকে রাখা অপরিহার্য। পা ধোয়ার সময় সতর্কতার সঙ্গে ধোয়া উচিত যেন হাঁটু খুলে না যায়। কিন্তু এ কথা ঠিক নয় যে, হাঁটু খুলে গেলে ওজু ভেঙ্গে যায় কিংবা ওজুর মাঝে এমনটি হলে নতুন করে ওজু করা জরুরি।
ওজু ভঙ্গের যেসব কারণ রয়েছে তাতে সতর খুলে যাওয়ার কথা নেই।