বলিউড সুপারস্টার সালমান খানের অাপকামিং সিনেমা ‘ভারত’। ছবিটি নির্মাণের ঘোষণা থেকেই একের পর এক চমক তৈরি করছেন পরিচালক। স্টার কাস্টিং এর ক্ষেত্রে ফের চমক দেখালে আলি আব্বাস জাফর। যার সবশেষ সংযোজন জ্যাকি শ্রফ।
‘ভারত’ সিনেমায় ভেটেরান এই অভিনেতাকে সালমান খানের বাবার ভূমিকায় দেখা যাবে।
আলি আব্বাস জাফর তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এই ভার্সাটাইল অভিনেতার সাথে তিনটি ছবির একটি কোলাজ শেয়ার করে লেখেন, ভারত পরিবারে স্বাগতম।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে আলি আব্বাস জাফর বলেন, আমাদের জাগ্গু দা’র সাথে লন্ডনে দেখা হয়। এর পর আমরা আলোচনা করি। আমি তাঁর সাথে কাজ করতে চাইছিলাম। এবং সেই সুযোগ পেয়েও গেলাম। ছবিটির গল্প মাত্র ২০ মিনিটেই বলে শেষ করি আমি। আর জ্যাকি স্যার সাথে সাথেই রাজি হয়ে যান। আমার সৌভাগ্য যে, তাঁর মতো বড় অভিনেতার সাথে কাজ করার সুযোগ পাচ্ছি।