‘ভারত’-এর প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ। মালটা থেকে মুম্বাইতে ফিরেও এসেছেন সালমান। ‘ভারত’-এর শুটিং শেষ করে মা সালমান খান-কে নিয়ে দেশে ফিরেছেন বলিউড ‘ভাইজান’। কিন্তু, সালমান ফিরে এলেও, ক্যাটরিনা এখনও ইংল্যান্ডেই রয়েছেন। ‘ভারত’-এর প্রথম পর্যায়ের শুটিং শেষ করে বিদেশে বসে ক্যাটরিনা কি করছেন জানেন?
সম্প্রতি বলিউডের ‘বার্বি ডল’-এর একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে ক্যাটকে রোডট্রিপে বের হতে দেখা যায় ক্যাটরিনাকে। ব্যক্তিগত প্রশিক্ষক রেজা এবং বোন ইসাবেলা কাইফের সঙ্গে ইংল্যান্ডে রোডট্রিপে বেরোতে দেখা যায় ক্যাট-কে। যেখানে বোনের সঙ্গে এক্কেবারে নিজস্ব সময় কাটান ক্যাটরিনা।
জানা গেছে, বলিউডে এবার অভিষিক্ত হচ্ছেন ক্যাটরিনার বোন ইসাবেলা। ‘টাইম টু ডান্স’ নামে একটি সিনেমা দিয়ে বি টাউনে আসতে চলেছেন ক্যাটরিনা কাইফের বোন। ডেবিউ সিনেমায় ইসাবেলার সঙ্গে অভিনয় করছেন সূরজ পাঞ্চলি। ‘টাইম টু ডান্স’-এর শুটিংয়ের জন্যই এই মুহূর্তে লন্ডনে রয়েছেন ইসাবেলা। ফলে, ক্যাটরিনার সঙ্গে দেখা করে ইসাবেলাও রয়েছেন এখন ছুটির মুডে।
এদিকে শাহরুখ খানের ‘জিরো’-র শুটিং শেষ করেই মাল্টায় ‘ভরত’-এর জন্য উড়ে যান ক্যাটরিনা কাইফ। ‘জিরো’-তে ক্যাটরিনা এবং শাহরুখ খানের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মাও।