নগর পুলিশের সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় এর আন্তরিক প্রচেষ্টায় বরিশাল মহানগর পুলিশে একের পর এক যোগ হচ্ছে নতুন মাত্রা।
তারই ধারাবাহিকতায় আজ ১৬-০৯-২১ খ্রিঃ রোজ বৃহস্পতিবার বেলা ১২:৩০ ঘটিকায় বিএমপি সদর দপ্তর চত্বরে অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা ও এয়ারপোর্ট থানার নিকট নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক জনাব মোঃ জুলফিকার আলী হায়দার, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব মোঃ ইব্রাহিম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।